দেশজুড়েপ্রধান শিরোনাম
‘ভোট শেষের ৩০ মিনিটেই ফলাফল পাওয়া যাবে’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভোট শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অণু-বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
তিনি বলেন, আশা করছি ভোট বিকেল ৪টায় শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যেই ফলাফল কেন্দ্র থেকে প্রকাশ করা হবে। কেন্দ্র থেকে ফলাফল রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে।
এনআইডি মহাপরিচালক বলেন, ইভিএম মেশিন দিয়ে কোনোভাবেই কারচুপি করা সম্ভব নয়। সব পোলিং এজেন্টের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফলের প্রিন্ট কপি প্রত্যেক প্রার্থীর এজেন্টের কাছে দেয়া হবে। প্রত্যেক কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হবে। পরে কেন্দ্র থেকে সেই ফলাফল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।
/আরএম