সাভারস্থানীয় সংবাদ

সাভারে ট্রাক টার্মিনাল উচ্ছেদ নোটিশ, প্রতিবাদে চালকরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: সাভারের আমিনবাজার এলাকায় অবস্থিত আন্তঃজেলা ট্রাক টার্মিনাল উচ্ছেদের নোটিশ দিয়েছে সড়ক ও জনপথ। তবে নোটিশের প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে আমিনবাজার আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন ও ট্রাক মালিক-শ্রমিকরা।

শনিবার ( ২৫ জানুয়ারি) বিকেলে আমিনবাজার ট্রাক টার্মিনালে ট্রাক মালিক-শ্রমিকরা এ প্রতিবাদ কর্মসূচি ও সমাবেশে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা অভিযোগ করে জানান, আমিনবাজার ট্রাক টার্মিনালে সহস্রাধিক ট্রাকে প্রায় ১০ হাজার শ্রমিক নিয়োজিত রয়েছেন। এর মাধ্যমেই পরিবহন শ্রমিকরা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আজ নতুন করে টার্মিনালের স্থান নির্ধারণ না করেই সড়ক ও জনপথ বিভাগ থেকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে টার্মিনাল অন্যত্র সরাতে হবে। কিন্তু কোথায় সরানো হবে, তা উল্লেখ করা হয়নি। আগে অব্যশ্যই ট্রাক টার্মিনালের জন্য স্থান নির্ধারণ করে দিতে হবে। অন্যথায় সব পরিবহন শ্রমিককে নিয়ে এ সিদ্ধান্তের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিবাদে সমাবেশে আমিনবাজার আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপাতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমদ হোসেন, আমিনবাজার ট্রাকচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক রহিজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close