আশুলিয়াস্থানীয় সংবাদ

আশুলিয়ায় কার্ভাড ভ্যানের চাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার কার্ভাড ভ্যানের চাপায় উজ্জ্বল মিয়া নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় কার্ভাড ভ্যানটি আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার শিমুতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল মিয়া চাপাইনবাবগঞ্জের নরন্দ্রেপুর গ্রামের বদর মিয়ার ছেলে। বর্তমানে আশুলিয়ার কুরগাঁওয়ে বসবাস করত ও এই এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

এ ঘটনায় আশুলিয়া থানার এস আই রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় দ্রুতগতি কার্ভাড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই  নিহত হন উজ্জ্বল মিয়া। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘাতক চালক পালিয়ে গেলেও এইএসবি নামে কুরিয়ার সার্ভিসের কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close