দেশজুড়েপ্রধান শিরোনাম
ছাত্রীকে উত্যক্ত করায় ছাত্রের ছয় মাসের কারাদণ্ড
ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজশাহীর চারঘাটে ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এক ছাত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযুক্ত ছাত্র দোষ স্বীকার করায় তাকে এ সাজা দেওয়া হয়।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হকের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক বলেন, চারঘাট উপজেলার সারদহ সরকারি কলেজে অর্নাস প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত করছিল তারেক হোসেন নামে এক ছাত্র। তারেক বাঘা শাহদৌলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও একই উপজেলার আলাইপুর গ্রামের জাব্বার আলীর ছেলে। সে কলেজে যাতায়াতের সময় প্রায়ই ওই ছাত্রীকে উত্যক্ত করতো।
তিনি আরও বলেন, শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার সময় চারঘাট বাজারের কাছে তারেক ওই ছাত্রীকে ফের উত্যক্ত করে। পরে ভুক্তভোগী ছাত্রী পাশে থাকা মুক্তিযোদ্ধা নজের আলী ও গোপাল চন্দ্রকে ছেলেটির হাত থেকে তাকে রক্ষার অনুরোধ জানান। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ফোন করে ঘটনা জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তারেককে আটকের জন্য পুলিশকে নির্দেশ দেন। আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
/এএস