তথ্যপ্রযুক্তিদেশজুড়েপ্রধান শিরোনাম
শিগগিরই তৈরি পোশাক খাতের জায়গায় দখল করবে আইসিটি: জয়
ঢাকা অর্থনীতি ডেস্ক: খুব শিগগিরই তৈরি পোশাক খাতের জায়গা দখল করবে তথ্য প্রযুক্তি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় ডিজিটাল গভরনেন্সে বাংলাদেশ বিশ্বে পাইওনিয়ার বলেও মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।
সজীব ওয়াজেদ জয় বলেন, এক দশক আগেও দেশে মোবাইল, ইন্টারনেট যোগাযোগ, রোবটিক্সসহ তথ্য-যোগোযোগ ও প্রযুক্তি খাতে তেমন উন্নয়ন চোখে পড়েনি। তবে, বর্তমানে এই খাত দ্রুত এগিয়ে যাচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও ফাইভ জি সেবার যুগে প্রবেশ করবে। এটা আওয়ামী লীগের নির্বাচনি অঙ্গিকার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। এছাড়া, ২০২১ সালের মধ্যে দেশের সকল উপজেলা অপটিক্যাল ফাইবারের আওতায় আসবে বলেও উল্লেখ করেন জয়।