দেশজুড়েবিশ্বজুড়ে

বাংলাদেশে বন্দর-জাহাজ নির্মাণে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা অর্থনীতি ডেস্ক: দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশের বন্দর নির্মাণ, জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আবুধাবির হোটেল সাংগ্রি-লায় ডিপি ওয়ার্ল্ডের সংযুক্ত আরব আমিরাতের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম দেখা করতে এলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেনীর সোনাগাজীতে ডিপি ওয়ার্ল্ডের বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব ইহসানুল করিম, উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন উপস্থিত ছিলেন।

এদিকে, আবুধাবিতে তিন দিনের সরকারি সফরে থাকাকালীন সোমবার শেখ হাসিনার সঙ্গে এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি, সংযুক্ত আরব আমিরাতের শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ ডালমুখ আল মাখতুমসহ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল দেখা করে। এসময় বাংলাদেশের বিদ্যুৎ ও খনিজসম্পদ বিভাগের সঙ্গে এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও জানান প্রেস সচিব ইহসানুল করিম।

Related Articles

Leave a Reply

Close
Close