দেশজুড়ে
বাংলাদেশি সাংবাদিকদের বিশেষ সুবিধা দেবে ভারত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশের সাংবাদিকদের জন্য ভিসা পদ্ধতি আরও সরল করতে চলেছে ভারত। ঢাকায় এক অনুষ্ঠানে এমনই প্রতিশ্রুতি দিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনের প্রথম সচিব লাবণ্য কুমার। ভারতীয় গণমাধ্যমে কর্মরত বাংলাদেশের সাংবাদিকদের অন্যান্য সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শুক্রবার (৩১ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-আয়োজিত মতবিনিময় সভায় এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ওই সভায় উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দু’দের সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেয়া হয়।
এক্ষেত্রে দু’দেশের সরকারকেই সমানভাবে এগিয়ে আসতে হবে বলে বক্তারা জোরের সঙ্গে জানান। যার অঙ্গ হিসেবে দু’দেশের ভিসা পদ্ধতি আরও সহজ করার ওপরে বিশেষ জোর দেন বক্তরা। বিশেষত সাংবাদিকদের জন্য এটা খুবই জরুরি বলে তাঁরা জানান।
সভায় ভারতের ভিসা পদ্ধতি সহজ করা-সহ অন্যান্য বিষয়ে উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব লাবণ্য কুমার। ইমক্যাব-এর সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, নারী সাংবাদিক কেন্দ্রের সভানেত্রী নাসিমুন আরা হক মিনু, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহাসহ আরও অনেকে।