রাজস্বশিল্প-বানিজ্য
প্রবৃদ্ধিতে ভারত-চীনকে ছাড়াবে বাংলাদেশ; বিশ্বব্যাংক
ঢাকা অর্থনীতি ডেস্ক: ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধিতে চীন-ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ওয়েবসাইটে সংস্থাটির গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস শীর্ষক এক প্রতিবেদনে এ আভাস দেয়া হয়েছে। প্রতিবেদনে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে বলেও আভাস দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পরবর্তী অর্থবছরে তা আরও কিছুটা বেড়ে ৭ দশমিক ৩ শতাংশ হতে পারে। অবশ্য ২০১৯-২০ অর্থবছরে সরকারের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য ধরা আছে ৮ দশমিক ২ শতাংশ।