বিশ্বজুড়ে

নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ ব্রেক্সিট বিল পাস

ঢাকা অর্থনীতি ডেস্ক: আগামী ৩১শে জানুয়ারি ব্রেক্সিট কার্যকর করতে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে পাস হয়েছে ব্রেক্সিট বিল। বৃহস্পতিবার (০৯ই জানুয়ারি) বিলটির পক্ষে ভোট পড়ে ৩৩০টি। আর বিপক্ষে ভোট পড়ে ২৩১ ভোট।

বিতর্কের পর ভোটাভুটিতে বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়। তবে, ক্ষমতাসীন কনজারভেটিভ দলের বাইরের কোনও আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেয়নি।

আগামী সপ্তাহে পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে অনুমোদন পেতে পারে এই ব্রেক্সিট বিল।

বিলটিতে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ এর সঙ্গে বিচ্ছেদের সময় আর্থিক লেনদেন, নাগরিক অধিকার, উত্তর আয়ারল্যান্ড ও ১১ মাসের অন্তবর্তী সময়ের বিষয়গুলো উল্লেখ রয়েছে। গত মাসে সাধারণ নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার পার্লামেন্টে ইইউ প্রত্যাহার চুক্তি বিল উত্থাপন করে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close