প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে ৩ ইটভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: সাভারে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসব মোট ভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলাম। তাঁকে সহায়তা করেন, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও শরিফুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, বৃহস্পতিবার (০৯.০১.২০) সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাশি এলাকার তাহা ব্রিকস, তাহমিনা ব্রিকস ও এবিএন অ্যান্ড কোং নামের তিনটি ইটভাটার প্রত্যেকটিকে ২০ লাখ করে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করে ভাটা তিনটিকে গুড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক শাহেদা বেগম বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছেন। এসময় ভাটা বন্ধ ও ভেঙ্গে দেওয়ার পাশাপাশি জরিমানা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।