দেশজুড়ে

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নগরের আসকার দিঘীর পাড়ে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) দুপুর ১২টার দিকে স্থানীয় রানা মিয়ার বাসায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। আসামি শাহিন মিয়া ব্রাহ্মণবাড়ীয়ার দরখা বাস স্টেশন এলাকার হামদু মিয়ার বাড়ির মৃত হামদু মিয়ার ছেলে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান সংবাদমাধ্যমে বলেন, ভাড়াটে শাহিন ওইদিন দুপুরে প্রতিবেশী আরেকজন ভাড়াটের কিশোরী কন্যাকে পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকার লোকজন এগিয়ে এলে শাহিন মিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে কিশোরীর বাবা শাহিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

Related Articles

Leave a Reply

Close
Close