দেশজুড়ে
ভুয়া কাবিনে বিয়ে করে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামে নাম ও পরিচয় গোপন রেখে ভুয়া কাবিনে বিয়ে করে এক নারীকে ধর্ষণের অভিযোগে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(৬ জানুয়ারি) দুপুরে, নগরীর বাকলিয়া থানার বলিটরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকিব আনোয়ারার হাইলধর ইউনিয়নের নুরুল আবছারের ছেলে।
পুলিশ জানায়, তাহসান খান নাম দিয়ে ভুয়া কাবিননামা বানিয়ে আকিব এক নারীকে বিয়ে করে। এ ঘটনা জানার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে, তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন জানান, আকিব ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেও নেশাসহ নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় বেশ কয়েক বছর ধরে সে নিষ্ক্রিয় রয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
/এন এইচ