দেশজুড়ে
বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী আটক
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে ভারত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক নারীকে আটক করেছে বিজিবি। সীমান্তে অবৈধভাবে পারাপারের দায়ে দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বিজিবি জানায়, রবিবার (২৯ ডিসেম্বর) শ্যামকুড় বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/১১০-আর থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়ীয়া রাস্তা থেকে হোসনেয়ারা নামে অনুপ্রবেশকারী বাঙালি নাগরিককে আটক করে।
মহেশপুরের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানিয়েছে, অবৈধ ভাবে পারাপারে সহায়তাকারী ২ জন আসামি পলাতক রয়েছেন। অনুপ্রবেশকারী নারী হোসনেয়ারা ১ বছর আগে কাজের জন্য ভারতে গিয়েছিলো।
আটককৃত ওই নারীকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, অবৈধ পারাপারে সহায়তাকারী মোঃ সবুর মিয়া (২৮) ও মোঃ শাহিন নামের দুজনের বিরুদ্ধে মামরা দায়ের হয়েছে। তাদের বাড়ি মহেশপুরের সেজিয়া গ্রামে।
/এএস