দেশজুড়ে
মিরপুরের কালশীতে পুড়ে গেছে শতাধিক বসতঘর
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মিরপুরের কালশীতে গভীর রাতে আগুনে পুড়ে গেছে শতাধিক বসতঘর। ঝিরঝিরি বৃষ্টির মাঝেও আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।তাদের প্রায় দুঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এটি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বাইরে প্রচন্ড ঠান্ডা। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। কালশীর বাউনিয়া বাধ বস্তির বাসিন্দাদের অনেকেই তখন ঘুমিয়ে গেছেন। কেউ কেউ নিচ্ছিলেন ঘুমানোর প্রস্তুতি। কিন্তু আগুনের এ লেলিহান শিখা মুহুর্তেই ছড়িয়ে দেয় দুশিন্তার বলিরেখা।
শীতের রাত হওয়ায় কুয়াশা এবং আগুনের ধোয়ায় পুরো এলাকা হয়ে পড়ে ধোয়াচ্ছন্ন। বস্তিটি কালশী মূল সড়কের পাশে হলেও পানির সূত্র খুঁজে পেতে বেশ বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিসকে। আগুন লাগার পর প্রথমে স্থানীয়রা সহযোগিতা করেন নেভাতে।
রাত ১২টার দিকে আগুন লাগলেও প্রায় দুই ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। অবৈধভাবে গড়ে ওঠা ঘরবাড়ি এবং তাতে নেয়া বিদ্যুত সংযোগকেই এমন আগুনের জন্য দায়ী করেছে ফায়ার সার্ভিস।
/এন এইচ