ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে ৩ বেকারীকে জরিমানা
ধামরাই প্রতিবেদক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৩ টি বেকারীকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের টুলিভিটা ও লাকুরিয়াপাড়ায় র্যাব ৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এরশাদ সরকারের মালিকানাধীন বন্ধু ফুড প্রাডাক্টসকে ৩ লাখ টাকা, মো. ইকবাল হোসেনের মালিকানাধীন হাবিবা বেকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা ও আবু তাহেরের মালিকানাধীন তিতাস বেকারীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি দায়ে এই দন্ড দেয়া হয়। পাশাপাশি বেকারীতে থাকা বিভিন্ন অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
অভিযানে র্যাব-৪ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর শিবলী মোস্তফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।