দেশজুড়েপ্রধান শিরোনাম
শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ইজতেমা
ঢাকা অর্থনীতি ডেস্ক: জয়পুরহাটে শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দুইদিনব্যাপী ইজতেমা। সকাল থেকে শুরু হয়েছে জিকির-আজকার, আম বয়ান। মাওলানা হাফেজ ওজিউল্লাহ ইজতেমায় ধর্মীয় নানা বিষয়ে আলোকপাত করেন।
ইজতেমা আয়োজক কমিটি সুত্রে জানা যায়, দেশের দ্বিতীয় বৃহত্তম এই জেলা ইজতেমা উপলক্ষে প্রায় এক মাস পূর্ব থেকে নেওয়া হয় নানা প্রস্তুতি। মুসল্লিগণের নিজ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে এ ইজতেমা। শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।
জয়পুরহাট শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে আয়োজিত এ ইজতেমায় জয়পুরহাটের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে সমবেত হয়েছেন লাখো মুসল্লি। ইজতেমা প্রাঙ্গণকে ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান বলেন, চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া, তিনটি ওয়াচ টাওয়ারে রাখা হয়েছে দূরবীক্ষণ যন্ত্র। সার্বক্ষণিক টহলের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থাও থাকবে।
/এএস