বিশ্বজুড়ে
বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফিলিপাইনে মদ পান করে বিষক্রিয়ায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিন শতাধিক মানুষ।
রাজধানী ম্যানিলার দক্ষিণের দুই প্রদেশ লাগুনা ও কেজোনে ক্রিসমাস পার্টিতে স্থানীয় কোকোনাট ওয়াইন লাম্বানোগ পানে এ প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্রিসমাস পার্টি উদযাপনে মদ্যপানে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে ১১ জনের মৃত্যু হয়।
লাম্বানোগ জনপ্রিয় হওয়ায় যেকোন উৎসব উদযাপনে এটি পান করে ফিলিপাইনের মানুষ। মিথানলের মতো ঝুকিপূর্ণ উপাদান থাকা সত্বেও পানীয়টির উৎপাদন ও বিক্রি নিয়ন্ত্রণে আনতে পারছেনা দেশটির মাদক অধিদপ্তর। এর আগে, ২০১৮ সালে লাম্বানোগ পানে ২১ জনের মৃত্যু হয়।
/এন এইচ