বিশ্বজুড়ে

ভুল: ব্যাংক অ্যাকাউন্টে ৩১৫ কোটি টাকা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে অতিরিক্ত টাকা; এ টাকা দেখে অ্যাকাউন্টের মালিক ভেবেছিলেন বড়দিনের উপহার। উপহার পেলেন তা দেখতে গিয়ে চোখ কপালে ওঠে ওই নারীর। এ যে সামান্য উপহার নয়; তিন কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৫ কোটি টাকার সমান)।

পরে ওই নারী জানতে পারেন, ভুলবশত এক নারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে অতিরিক্ত টাকা। তিনি প্রথমে ভেবেছিলেন আসছে বড়দিন উপলক্ষে হয়তো তাকে এ উপহার দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা রুথ বালুনের সঙ্গে এমন ঘটনাই ঘটেছে বলে জানিয়েছে ডেইলি মেইল।

এ ঘটনা সেই নারী তার স্বামীকে জানালে ঠিকমতো কথাই বলতে পারছিলেন না রুথ বালুন। সারারাত নাকি ঘুমই আসেনি এ দম্পতির। পরদিন রুথ বালুনের স্বামী লিগ্যেসি টেক্সাস নামে ওই ব্যাংকটিতে ফোন করে ঘটনার কথা জানান।

ভুল স্বীকার করে ফোনেই রুথের কাছে ক্ষমা চান ব্যাক কর্তৃপক্ষের এক মুখপাত্র। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডাটা এন্ট্রি করতে গিয়ে ভুল বশত বিশাল পরিমাণ ওই অর্থ রুথের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। কিন্তু বিষয়টি সম্পর্কে তারা কিছুই বুঝতে পারেনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close