দেশজুড়ে
নারায়ণগঞ্জে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সূতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সূতা তৈরির মেশিনে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানাটির আশপাশের সূতা ও তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এসময় খবর পেয়ে নারায়ণগঞ্জ ও নরসিংদি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কেউ হতাহত না হলেও প্রায় ১১ কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।
/এএস