দেশজুড়েপ্রধান শিরোনাম

আ’লীগের সম্মেলনে আমন্ত্রণ পেলেন বিএনপির যে ৪ নেতা!

ঢাকা অর্থনীতি ডেস্ক: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির চার শীর্ষ নেতাকে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ সিপু গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কার্ড পৌঁছে দেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু সিপুর কাছ থেকে কার্ড গ্রহণ করেছেন।

চার নেতা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।

দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। তিনবছর পর পর আওয়ামী লীগের এই জাতীয় সম্মেলন হয়।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close