বিনোদন
মাদাম তুসো জাদুঘরে এবার মোমি হবেন কাজল
ঢাকা অর্থনীতি ডেস্ক: সিঙ্গাপুরের মাদাম তুসো জাদুঘরে অভিষেক হতে যাচ্ছে কাজল আগারওয়ালের। ফলে বেজায় উচ্ছ্বসিত ৩৪ বছর বয়সী এই তারকা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল নিজেই।
উচ্ছ্বসিত কাজল শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন- ‘আগামী ৫ ফেব্রুয়ারি আমাকে সিঙ্গাপুরে দেখতে পারবেন আপনারা।’
সেই সঙ্গে ছোটবেলার একটি স্মৃতি স্মরণ করে দক্ষিণের এই তারকা লিখেছেন- “ছোটবেলায় যখন মাদাম তুসো জাদুঘরে যাই সেখানে রাখা মোমের মূর্তি দেখে মুগ্ধ হয়েছি। এবার তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত।’
২০০৪ সালে ‘কিউ হো গায়া না’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন কাজল আগারওয়াল। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু সিনেমায় কাজ করেছেন তিনি।
সিঙ্গাপুরের মাদাম তুসো জাদুঘরে এর আগে জায়গা করে নিয়েছেন শ্রীদেবী, করণ জোহর, আনুশকা শর্মা ও মহেশ বাবু।
এছাড়া লন্ডনের মাদাম তুসো জাদুঘরে স্থান পেয়েছেন অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার, সালমান খান, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোন।
/এনএ