খেলাধুলা
কাতার বিশ্বকাপের বাছাইপর্ব শুরু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর বসবে ২০২২ সালে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হবে আগামী আসর। এই বিশ্বকাপে সুযোগ পাওয়ার লড়াই ইতিমধ্যে শুরু হয়েছে কয়েকটি মহাদেশে। বাকি ছিলো ব্রাজিল-আর্জেন্টিনার বাছাইপর্ব। মঙ্গলবার প্যারাগুয়েতে এক ড্র আনুষ্ঠানের মাধ্যমে সেটাও শুরু হয়েছে। ২০২০ এর মার্চ থেকে শুরু হয়ে কনমেবল (দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন) বাছাইপর্ব চলবে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত।
বাছাইপর্বের প্রথম রাউন্ডে কোপা আমেরিকা জয়ী ব্রাজিল ২৬ মার্চ ঘরের মাঠে খেলবে বলিভিয়ার বিপক্ষে। একইদিন রয়েছে আর্জেন্টিনার ম্যাচও। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিওনেল মেসির দলের কাতার বিশ্বকাপ যাত্রা। এবার অবশ্য ঘরের মাঠে ম্যাচ আর্জেন্টিনার।
মহাদেশের দশটি দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু, ইকুয়েডর ও ভেনেজুয়েলা খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ দল সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপে। বাছাইপর্বের প্রথম ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর।
/এএস