দেশজুড়েপ্রধান শিরোনাম

কক্সবাজারে বিদেশী নারী পর্যটককে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ঢাকা অর্থনীতি ডেস্ক: কক্সবাজারের মারমেইড ইকো বিচ রিসোর্ট নামের হোটেলে এক ‘অস্ট্রেলিয়ান নারী পর্যটককে’ ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ভুক্তভোগী নারী আজ মঙ্গলবার কক্সবাজার ত্যাগ করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল সংলগ্ন হোটেলটি থেকে ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয় বলে জানান রামু থানার ওসি মো. আবুল খায়ের।

এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানালেও তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের নাম প্রকাশে রাজি হননি ওসি।

হোটেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বরাত দিয়ে ওসি খায়ের বলেন, গত রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে মারমেইড ইকো বিচ রিসোর্টে ওঠেন অস্ট্রেলিয়ান এক নারী পর্যটক। রাত্রীযাপনের জন্য তাকে রেজুখালের মোহনা লাগোয়া নিরিবিলি একটি কক্ষ বরাদ্দ দেয়া হয়।

সোমবার রাতে হোটেলে দরজা বন্ধ রাখলেও জানালা খোলা রেখে অস্ট্রেলিয়ান নারী পর্যটক ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে ২ জন বখাটে জানালা ভেঙ্গে কক্ষটিতে ঢুকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই নারী প্রতিরোধ চেষ্টার পাশাপাশি চিৎকার দিলে বখাটেরা পালিয়ে যায়। হয়রানির শিকার নারী পর্যটক ঘটনাটি তাৎক্ষণিক অস্ট্রেলিয়ান হাই-কমিশনার কার্যালয়কে অবহিত করেন।

ওসি বলেন, পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ সোমবার রাতে নারী পর্যটককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অস্ট্রেলিয়ান হাই-কমিশনার কার্যালয়ের নির্দেশনা মতে পুলিশ কক্সবাজারের এক হোটেলে তাকে রাখেন।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ান হাই-কমিশনার কার্যালয় পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে ঘটনার খোঁজ-খবর নিচ্ছে বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Close
Close