শিক্ষা-সাহিত্য
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র দিলো ডুয়েট শিক্ষার্থীরা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সৃজনী’-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সহযোগিতায় পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘এবারের ঈদ আনন্দে বাদ যাবে না কোনো শিশু’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পথশিশুদের হাতে ঈদবস্ত্র তুলে দেয়া হয়।
সৃজনীর সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে ঈদ উপলক্ষে গাজীপুরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।