দেশজুড়ে

৩৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ নাজমুল হোসেন (২৪) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

এর আগে শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায় তল্লাশির সময় নাজমুল হোসেনকে আটক করেন র‌্যাবের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৩৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটক মাদকবিক্রেতাকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তার বাড়ি কুমিল্লা জেলার কসবা থানার হাক্র এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।

তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় র‍্যাব।

Related Articles

Leave a Reply

Close
Close