Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ক্ষতিকর রং আর নিষিদ্ধ মাছে সয়লাব বাইপাইল মাছের আড়ত

আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ার বাইপাইল মাছের আড়তে বিভিন্ন মাছে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, সরেজমিন গিয়ে দেখা গেছে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ও রাক্ষুসে পিরান হা মাছ।

আজ রোববার সরেজমিন পরিদর্শনে গিয়ে আশুলিয়ার বাইপাইল পাইকারি মাছের আড়তে এসব চিত্র দেখা গেছে। এসময় ক্ষতিকর লাল রং মেশানো ড্রামে চাষের শিং মাছ রাখতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব মাছ পরবর্তীতে দেশি শিং বলে বেশি দামে বিক্রি হয়ে থাকে। অন্যদিকে কয়েকটি আড়তে নিষিদ্ধ পিরান হা মাছ বিক্রি করতে দেখা যায়। এসব মাছ রুপ চাঁদা অথবা সামুদ্রিক মাছ বলে বিক্রি হচ্ছে।

বাজারে আসা জনৈক ক্রেতা আহসান উল্লাহ বলেন, তাকেও একবার রুপচাঁদা বলে পিরান হা মাছ দেয়া হয়েছিলো। তখন তিনি এই মাছ চিনতেন না। তবে এই মাছের স্বাদ ভালো না। পরবর্তীতে তিনি আর এই মাছ কেনেন না। তিনি বলেন, এ বিষয়ে কড়া নজরদারি ও মানুষের সচেতনতা প্রয়োজন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন