রাজস্বশিল্প-বানিজ্য
বাণিজ্য মেলায় বিশাল পরিসরে কুটির শিল্প কর্পোরেশনের প্যাভিলিয়ন
নিজস্ব প্রতিবেদকঃ ২৫ তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা-২০২০ (ডিআইটিএফ) এ গতবারের তুলনায় প্রায় চারগুণ পরিসরে বসবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর প্যাভিলিয়ন।
বৃহস্পতিবার(০৫ ডিসেম্বর) বাণিজ্য মেলায় বিসিক বোর্ডরুমে বিসিক চেয়ারম্যানের সভাপতিত্বে স্টল বরাদ্দ বিষয়ে আলোচনা ও প্যাভিলিয়ন ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
বিসিক নকশা ও বিপণন বিভাগের সার্বিক তত্বাবধানে প্রায় ২৫০০ বর্গফুট জায়গা নিয়ে আসন্ন ২৫তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা-২০২০ এর ১নং প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, এনডিসি বলেন ‘‘গতবার ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় ৬২৫ বর্গফুট জাগয়া বরাদ্দ পেয়েছিল বিসিক। এবার আসন্ন মেলায় প্রায় চারগুণ (২৫০০ বর্গ ফুট) পরিসরে প্যাভিলিয়ন স্থাপনের জায়গা বরাদ্দ পাওয়া গেছে।
বিসিক পরিচালক (বিপণন ও নকশা) মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘‘বিসিক প্যাভিলিয়নে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের স্টল বরাদ্দ দেওয়া হবে। স্টলগুলো থেকে ক্রেতাগণ জামদানি, মধু , চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতজাত পণ্য, ঐতিহ্যবাহী শীতলপাটি, শতরঞ্চি ও গৃহিণীদের নিজ হাতে তৈরি দেশীয় আচার সহ ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য ক্রয় করতে পারবেন’’
সভায় বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক ( উন্নয়ন ও সম্প্রসারণ) মোঃ খলিলুর রহমান, পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ আব্দুল মান্নান, পরিচালক (প্রকল্প) আতাউর রহমান ছিদ্দিকীসহ বিসিক-এর ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
/আরএম