Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বেনাপোল বন্দরে ২৪ ঘন্টায় ১০ কোটি টাকার বেশি আয়

নিজস্ব প্রতিবেদক

রোববার (২৫ জানুয়ারি) বেনাপোল বন্দরে ১০ কোটি টাকার ওপরে আয় করেছে সরকার। আজ ২৫ জানুয়ারি বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান বানিজ্য খাতে প্রায় ১০ কোটি টাকা এবং ভ্রমণ খাতে ১১ লাখ টাকার বেশি রাজস্ব আয় হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, বেনাপোল বন্দর দিয়ে ২৪ ঘন্টায় ৩৭৬ ট্রাক পণ্য আমদানি-রফতানি হয়েছে। একই সময়ে যাতায়াত করেছে ১২৪৬ জন পাসপোর্টধারী। আমদানি পণ্যের তালিকায় ছিল শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিকেল, শিশু খাদ্য, মেশেনারিজ দ্রব্য, অক্সিজেন ও বিভিন্ন প্রকারে ফল, চাল, পেঁয়াজ ও মাছসহ বিভিন্ন পণ্য।

একই দিনে বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয়েছে ১০০ ট্রাক। এসব পণ্যের মধ্যে রয়েছে বসুন্ধরা টিসু, মেলামাইন, কেমিকেল মাছ ও ওয়ালটন পণ্য সামগ্রী।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন