প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

অবশেষে হল খুলছে জাবি’র

নিজস্ব প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আগামীকাল ৫ ডিসেম্বর সকাল ১০টায় হল খুলে দেয়া ও ৮ ডিসেম্বর নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার(০৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের এই তথ্য জানান।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকলকে সহযোগীতার আহ্বান জানানো হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিষ্ট্রার ভবনে জরুরী সিন্ডিকেট সভা বসে। সভায় উপাচার্য ড. ফারজানা ইসলামের নেতৃত্বে ১১ সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করে আসছিলো বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষকেদের একাংশ। পরে গত ৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল ও শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close