বিশ্বজুড়ে

যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী পদপ্রার্থী সাজিদ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আনুষ্ঠানিকভাবে নিজের নাম লিখিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। এ পদের জন্য নবম প্রার্থী হিসেবে নিজের নাম লেখালেন তিনি। অন্তত ১০ জন এ পদের জন্য লড়বেন।

টুইটারে এক ভিডিও বার্তায় পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ মন্ত্রী নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। যুক্তরাজ্যজুড়ে ঐক্য ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। এছাড়া ব্রেক্সিট বাস্তবায়নে নিজের দৃঢ়তার কথা তুলে ধরেন সাজিদ জাভিদ।

থেরেসা মে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ার পর ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নিতে আগ্রহী হচ্ছেন একের পর এক সরকার দলীয় নেতা।

গণমাধ্যম জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। অন্য প্রার্থীরা হলেন, জেরেমি হান্ট, ডমিনিক রাব, মাইকেল গোব, ররি স্টুয়ার্ট, এস্টার ম্যাকভেসহ অন্যান্যরা।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close