শিক্ষা-সাহিত্য

ভুয়া বিএড সনদ; চাকরি হারালো ২১৪ শিক্ষক !

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভুয়া বিএড সনদ দেখানোয় চাকরি গেল ২১৪ জন স্কুল শিক্ষকের। ভারতের উত্তর প্রদেশের মৈনপুরী, এটাহ জেলায় শিক্ষকদের বরখাস্ত করেছে সেরাজ্যের বুনিয়াদী শিক্ষা দফতর। এটাহ জেলায় ১১৬ জন ও মৈনপুরীতে ৭৪ জনকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

উত্তর প্রদেশ জুড়ে মোট বরখাস্ত হওয়ার শিক্ষকের সংখ্যা ২১৪। বিশেষ তদন্তকারী দল এই শিক্ষকদের পেশ করা নথিতে গরমিল পাওয়ার পরই পদক্ষেপ করে সে রাজ্যের সরকার।

ভুয়া ডিগ্রিধারী শিক্ষকদের সনাক্ত করতে ২০১৭ সালে তদন্তের নির্দেশ দেন উত্তর পুলিশের ডিজিপি। বিশেষ তদন্তকারী দলের তদন্তে উঠে আসে, আগ্রা বিশ্ববিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান মোট ৪,৭০৪ জনকে ভুয়ো ডিগ্রি বিলি করেছে। তার মধ্যে ১,৪২৪ জন ওই প্রশংসাপত্র দেখিয়ে স্কুল শিক্ষকের চাকরিও পেয়ে যান।

Related Articles

Leave a Reply

Close
Close