দেশজুড়ে
পাগলা কুকুরের কামড়ে ৩০ গ্রামবাসী আহত
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঝিনাইদহে ক্ষ্যাপা বা পাগলা কুকুরের কামড়ে দুই গ্রামে অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে শৈলকুপা উপজেলার পাইকপাড়া ও বিপ্রবগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, দুপুরের পর থেকে একটি ক্ষ্যাপা কুকুর পাইকপাড়া গ্রামে ঢুকে মানুষকে কামড়াতে থাকে। সেখানে এলাকাবাসী তাড়া করলে কুকুরটি পালিয়ে পার্শবর্তী বিপ্রবগদিয়া গ্রামে গিয়ে কামড়াতে থাকে। এতে নারী-পুরুষ ও শিশু সহ ৩০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ১০ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও ২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি র্যাবিস ভ্যাসিন না থাকায় বাইরে থেকে ওষুধ কিনে চিকিৎসা নিতে হয়েছে।