বিশ্বজুড়ে

কাশ্মীরি নারীদের ধর্ষণ করছে ভারতীয় বাহিনী: এইচআরডব্লিউ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জম্মু-কাশ্মীরের নারীদের ধর্ষণ করছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। বুধবার (২৭ নভেম্বর) এমনই একটি প্রতিবেদন দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, কাশ্মীরিদের ভারত-বিরোধী মনোবল ভাঙতে সেখানকার নারীদের রীতিমতো টার্গেটে পরিণত করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দ্বারা প্রতিনিয়ত কাশ্মীরি নারীরা ধর্ষণের শিকার হলেও দায়মুক্তি দেয়া হচ্ছে। ফলে কাশ্মীরে ধর্ষণের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে।

এইচআরডব্লিউর ওই প্রতিবেদনে বলা হয়, বিশেষ ক্ষমতা আইন-১৯৯০ এ ভারতীয় বাহিনীকে অস্বাভাবিক ক্ষমতা দেয়া হয়েছে। এতে সামরিক বাহিনীর সদস্যদের পুরোপুরি দায়মুক্তি দিয়েছে রাষ্ট্রটি।

চলতি বছরের জুলাইয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন কাশ্মীরে ভারতীয় বাহিনী কর্তৃক ‘ধর্ষণ ও যৌন সহিংসতা’ বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক আটকে রাখা, বেআইনি কারাবন্দির মৃত্যু, গুম, দুর্ব্যবহার এবং নানা ধরনের নির্যাতনের বেশ কিছু অভিযোগ নথিভুক্ত করে। এসব অভিযোগের ভিত্তিতে একটি প্রতিবেদবনও প্রকাশ করে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Close
Close