বিশ্বজুড়ে
সাউথ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাউথ আফ্রিকার মোবাইল ব্যবসায়ী আশু আলী খান ওরফে লিংকন (৩২) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হত্যা করে পালিয়ে যায় তারা। ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লিংকন নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর খানপাড়ার দলিলুর রহমান খানের বড় ছেলে। তার মৃত্যুর সংবাদে পরিবার পরিজনসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার মো. মাসুদ সংবাদমাধ্যমে জানায়, দুই ভাই দুই বোনের মধ্যে লিংকন সবার বড়। ৮ বছর আগে তিনি সাউথ আফ্রিকায় পাড়ি জমান। ডিসেম্বরে লিংকনের বাড়ি আসার কথা ছিলো। বিয়ের জন্য পাত্রী দেখে সকল প্রস্তুতি নিয়েছিলো পরিবারটি। আকস্মিক তার হত্যাকাণ্ডে পরিবারে নেমে আসে অন্ধকার। লিংকনের মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করছে তার স্বজনরা।