স্বাস্থ্য

১ দিনে হাসপাতালে নতুন ৯২ ডেঙ্গু রোগী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৯২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসেবে এসব রোগী ভর্তি হন। খবর ইউএনবির।

৯২ রোগীর মধ্যে ৪৬ জনকে ঢাকায় ও ৪৬ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন মোট ৯৯ হাজার ৫৪৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৭৪৫ জন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ২৬২ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৬৪টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। তারা ১৯৩টি ঘটনা পর্যালোচনা করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close