বিশ্বজুড়ে
ব্যাংক প্রতারণার অভিযোগে ভারতে দুই বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতে ব্যাংক প্রতারণার অভিযোগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুই বাংলাদেশিসহ ৪ বিদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত দু’জন বাংলাদেশির নাম হল, মোহাম্মদ হান্নান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম।
সম্প্রতি আসাম পুলিশের কাছ থেকে বার্তা পেয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ডানলপের কাছে একটি ডেরায় হানা দিয়ে তুরস্কের দুই নাগরিককে গ্রেপ্তার করে। তাদের জেরা করে বেলঘরিয়া থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এই জালিয়াত চক্র পুলিশি জেরায় অপরাধ স্বীকার করে জানিয়েছে, বিভিন্ন একাউন্টের এটিএম কার্ড নকল করত তারা। সেই সঙ্গে তারা এটিএমের পাওয়ার গ্রিডকে অকেজো করে দিতে বিশেষ সফটওয়ার ব্যবহার করতো। কিছুদিন আগে এই জালিয়াত চক্র কলকাতায় ডেরা তৈরি করে প্রতারণার কাজ শুরু করেছিল বলে পুলিশের অভিযোগ।
পুলিশ জানিয়েছে, কয়েকদিনে দক্ষিণ কলকাতার তিনটি এটিএম থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ জমা পড়েছে। সেগুলি এই জালিয়াত চক্রের কাজ বলে পুলিশের ধারনা। এই চার জালিয়াতের গ্রেপ্তার হওয়ার খবর জানার পরেই ত্রিপুরার সাইবার সেলের গোয়েন্দারা কলকাতায় এসেছেন তাদের আগরতলায় নিয়ে যাবার জন্য।