দেশজুড়ে

সীমান্তে পাচারকারীসহ ৫৪ নারী-পুরুষ শিশু আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার পর বেনাপোল ও দৌলতপুর সীমান্ত থেকে এক পাচারকারীসহ ৫৪ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২০ নভেম্বর) ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর জেলার বিভিন্ন এলাকায়।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী বলেন, গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বিপুল সংখ্যক লোক বাংলাদেশে প্রবেশ করে শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ জন নারী পুরুষ শিশুকে আটক করা হয়।

অপরদিকে পৃথক অভিযানে বেনাপোল দৌলতপুর ও আইসিপি সীমান্ত থেকে এক পাচারকারীসহ ২৯ জন নারী, পুরুষ ও শিশু আটক করা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close