বিনোদন
প্রেম করছি, বিয়ে আগামী বছর: জয়া
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘রবিবার’-কে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে সাক্ষাৎকার দেন এ অভিনেত্রী।
সেখানেই নিজের প্রেমের কথা অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করবেন?
জয়া বলেন ‘আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে আগামী বছরের যে কোনো সময়ে বিয়ে করতে পারি।’
বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তুমুল জনপ্রিয় জয়া আহসান। তাই সেখানেও প্রেমের কথা বারবার চাউর হয়েছে।
এদিকে জয়া এখন বেশ ব্যস্ত কলকাতাতে। তার ‘রবিবার’ ছবি আগামী ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। এটি পরিচালনা করেছেন অতনু ঘোষ।