দেশজুড়েপ্রধান শিরোনাম

মিটফোর্ডে অভিযান চালিয়ে নকল সার্জিক্যালস জব্দ, ৫ লাখ জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পুরান ঢাকার মিটফোর্ড এলাকার ওষুধের মার্কেটে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শুরু হয় এই অভিযান। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

ইতোমধ্যে নকল ও নিম্নমানের সার্জিকালসামগ্রী বিক্রির দায়ে মিটফোর্ড টাওয়ারের এমরান সার্জিক্যালস নামে একটি দোকানকে পাঁচ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে কয়েকটি দোকান থেকে হাসপাতালে অপারেশনের সময় ব্যবহৃত সেলাইয়ের সুতাসহ বেশ কিছু নকল সার্জিক্যাল সামগ্রী জব্দ করা হয়েছে। এমরান সার্জিক্যালসকে জরিমানা ও সিলগালা করার পর বর্তমানে ফেয়ার সার্জিক্যালসে অভিযান চলছে।

অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সংবাদমাধ্যমে বলেন, ‘মিটফোর্ড এলাকার মিটফোর্ড টাওয়ারে অভিযান চলছে। আমরা মার্কেটের দোকানগুলোর কাছে থাকা ওষুধপত্র ও সার্জিক্যাল জিনিসপত্র যাচাই-বাছাই করছি। অভিযান শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।’

Related Articles

Leave a Reply

Close
Close