শেয়ার বাজার

ধারাবাহিকভাবে লাভ কমছে ইফাদ অটোসের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোসের ব্যবসা ধারাবাহিকভাবে কমছে। এর মধ্যে সর্বশেষ সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরে ২৬ দশমিক ৫৭ শতাংশ এবং চলতি ২০১৯-২০ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-অক্টোবর) ৫২ দশমিক ৬৯ শতাংশ ব্যবসা কমেছে কোম্পানিটির। ব্যবসা কমার প্রভাবে কোম্পানিটির মুনাফায়ও নেতিবাচক প্রভাব পড়েছে। সার্বিক অর্থনীতির মন্থরগতির কারণে ব্যবসা কমছে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা।

ব্যবসা কমার কারণ জানতে চাইলে ইফাদ অটোসের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ বলেন, সার্বিকভাবে দেশের অর্থনৈতিক মন্থরতার কারণে এ বছরের শুরু থেকেই কোম্পানির ব্যবসা কমে গেছে। আমাদের প্রতিযোগী কোম্পানিদেরও ব্যবসা কমেছে। দেশের গার্মেন্টস, সিমেন্ট ও স্টিল খাতের ব্যবসায়ও এ সময়ে মন্দা ছিল। আর এসব খাতের কোম্পানিগুলো আমাদের গাড়ির অন্যতম ক্রেতা। আমরা তাদের কাছ থেকে গাড়ির ক্রয়াদেশ পায়নি বললেই চলে। তাছাড়া দেশের আমদানি-রফতানিও এ সময় কমেছে। আর এসব কারণেই আমাদের বিক্রি কমেছে। অন্যদিকে আমরা একসঙ্গে অনেক গাড়ি এনে স্টক করেছিলাম। কিন্তু বিক্রি কমে যাওয়ার কারণে আমাদের স্টক বেড়েছে এবং এতে সুদ ব্যয়ও বেড়েছে। তবে এ বছরের অক্টোবর-নভেম্বর থেকে গাড়ি বিক্রি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, আশা করছি দ্রুতই মন্দা পরিস্থিতি কেটে যাবে।

সর্বশেষ সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য সময়ে কোম্পানিটির বিক্রি হয়েছে ১ হাজার ১০১ কোটি টাকার, যা এর আগের হিসাব বছরে ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা। গত হিসাব বছরে কোম্পানিটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১৭১ কোটি টাকায়, যা এর আগের হিসাব বছরে ছিল ২৩১ কোটি টাকা। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১৩ কোটি টাকা, যা এর আগের বছরে ছিল ১৫৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ২৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৯ পয়সা, যা এর আগের বছরে ছিল ৬ টাকা ২৭ পয়সা।

অন্যদিকে চলতি ২০১৯-২০ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য সময়ে কোম্পানিটির বিক্রি হয়েছে ১৭৯ কোটি টাকা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩৮০ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ২৬ কোটি টাকা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৫৮ কোটি টাকায়। আর আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১২ কোটি টাকায়, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩৮ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫১ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৭ পয়সায়।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close