বিশ্বজুড়ে

কুষ্ঠরোগীদের ক্ষতিপূরণ দিতে জাপানে আইন পাস

ঢাকা অর্থনীতি ডেস্ক: জাপানে পুরোনো কুষ্ঠরোগীদের পরিবারবর্গকে বহু বছর ধরে যে বৈষম্য সহ্য করতে হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে সংসদ একটি আইন অনুমোদন করেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সংসদের উচ্চকক্ষে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় দলমত নির্বিশেষে আইন প্রণেতাদের একটি গ্রুপ দ্বারা প্রণীত এই বিল। এরা আগে এই বিল নিম্ন কক্ষে অনুমোদিত হয়।

আইনের প্রস্তাবনায় বলা হয় ডায়েট ও সরকার সাবেক কুষ্ঠরোগীদের পরিবারবর্গের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে। উল্লেখ্য কুষ্ঠরোগকে জাপানিতে বলা হয় হানসেন রোগ।

সাবেক কুষ্ঠরোগীদের স্বামী বা স্ত্রী, পিতা মাতা ও সন্তানদের মাথা পিছু ১৮ লক্ষ ইয়েন বা প্রায় ১৬ হাজার ৬শো ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ভাইবোন ও অন্য আত্মীয় যারা রোগীদের সাথে বসবাস করেছেন, তাদের দেওয়া হবে ১২ হাজার ডলার ক’রে।

Related Articles

Leave a Reply

Close
Close