দেশজুড়ে

ঝিনাইদহে ছুরিকাঘাতে বন্ধু নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে সিফাত (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার, দুপুর ২ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত সিফাত শহরের কালীকাপুর এলাকার মনোয়ার হোসেনের ছেলে এবং এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় আহত বন্ধু মাহিকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

পুলিশ বলছে, সকাল ১১ টার দিকে কালীকাপুর এলাকায় সিফাত ও মাহিসহ বন্ধুরা আড্ডা দিচ্ছিল। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহি ছুরি দিয়ে সিফাতকে আঘাত করে। সেসময় তাদের মধ্যে ধস্তাধস্তিতে তারা দু’জনেই গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে সিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ২টার দিকে মারা যায় সিফাত।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close