কৃষিশিল্প-বানিজ্য
রাজধানীতে কেজি প্রতি পেঁয়াজের দাম ২০০
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীতে পেঁয়াজের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর পাইকারি বাজার ঘুরে দেখা যায় দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা দরে।
পাইকারি বাজারে মিসর থেকে আমদানি করা পেঁয়াজের দাম ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর মিয়ানমার থেকে আনা ভালো মানের পেঁয়াজের দাম ছুঁয়েছে ১৯০ টাকা কেজি। আর মিয়ানমার থেকে আনা মাঝারি মানের পেঁয়াজের দর ১৬০ টাকা কেজি।
বেশ কয়েকটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের পেঁয়াজ আমদানির কথা থাকলেও এখনো তা এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে ক্রেতাদের অভিযোগ, ইচ্ছেমতো দাম রাখছেন বিক্রিতারা। তারা বলছেন, দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস তাদের।