বিনোদন
বিয়ের অনুষ্ঠানে দীপিকা অসুস্থ !
ঢাকা অর্থনীতি ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দীপিকা পাডুকন। প্রিয় বন্ধুর বিয়ের অনুষ্ঠানে হাজির হওয়ার পর অবশেষে অসুস্থ হয়ে পড়লেন বাজিরাওয়ের মস্তানি। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন দীপিকা পাডুকন। যেখানে তিনি জানান, প্রিয় বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত হুড়োহুড়ি করার ফল এটি। যদিও কী হয়েছে দীপিকার, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি বলিউডের এই জনপ্রিয় নায়িকা।
বেশ কয়েকদিন ধরে প্রিয় বন্ধুর বিয়ে উপলক্ষে বেঙ্গালুরুতে ছিলেন দীপিকা পাডুকন। বন্ধুর বিয়েতে কখনও কালো এবং সোনালি রঙের লেহঙায় দেখা যায় দীপিকাকে, আবার কখনও সোনালি রঙের শাড়িতে হাজির হন অভিনেত্রী। প্রিয় বন্ধুর বিয়েতে দীপিকার সঙ্গে হাজির হন তাঁর বোন অনিশা পাডুকনও। বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন দীপ্পি।