শিক্ষা-সাহিত্য

জাবি উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড়ের আগে দুর্নীতির অভিযোগ অবান্তর

মিথ্যা অভিযোগ করলে সেটা অপরাধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের জন্য কোনো বরাদ্দ নেই এবং অর্থ ছাড়ও হয়নি। তাই দুর্নীতির অভিযোগ অবান্তর। বলেছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, ‘যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে এখনও পর্যন্ত সরকারের একটি টাকাও খরচ হয় নাই, সেখানে কিভাবে আমরা বলতে পারি যে উপাচার্য অবৈধভাবে অর্থ অত্মসাত করেছেন।’

এ সময় মিথ্যা অভিযোগ অপরাধ বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দন্ডবিধির ২১১ ধারায় সুনির্দষ্ট করে বলা আছে মিথ্যা অভিযোগ করলে দন্ড পেতে হবে। বাংলাদেশ দন্ডবিধির ২১১ ধারায় পরিস্কার করে বলা আছে মিথ্যা অভিযোগ করলে সেটা অপরাধ বলে গণ্য হবে।’

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close