প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্যসাভারস্থানীয় সংবাদ
হঠাৎ জাবি বন্ধ ঘোষণা, বিপাকে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদকঃ উপাচার্য অপসারণের দাবিতে চলমান আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট প্রশাসন। একইসঙ্গে সব হল ছাড়তেও বলা হয়েছে অল্প নির্দিষ্ট সময়ের মধ্যে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৫ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের বিকেল সাড়ে ৫টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।
এদিকে, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পর বাধ্য হয়ে হল ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। যদিও কিছু শিক্ষার্থী হল ছাড়লেও অনেকেই রয়েছেন সিদ্ধান্তহীনতার মধ্যে।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়টির চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী সংবাদমাধ্যমে বলেন, একজন উপাচার্যের জন্য পুরো বিশ্ববিদ্যালয়কে ভুক্তভোগী হতে হচ্ছে। এ ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ কোনো উপাচার্যের কাছ থেকে প্রত্যাশা করা যায় না।
এর আগে সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে তার অপসারণের দাবিতে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আন্দোলনকারীদের ওপর হামলা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত ৩৫ জন আহত হন।