প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
খেলাপি ঋণের পরিমান ১ লাখ ১৮৩ কোটি টাকা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঋণ খেলাপিসহ আর্থিক অনিয়মে ধুকছে দেশের সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। গেল জুনে সংসদে দেয়া অর্থমন্ত্রীর বক্তব্যে জানা যায়, দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ১৮৩ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গত দশ বছরে খেলাপি ঋণ বেড়েছে চারগুণ।
এমন প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি ব্যাংকসহ আর্থিক খাতে অনিয়ম তদন্তে ৯ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিল উচ্চ আদালত। যে কমিটি ঋণ দেয়া এবং ঋণ নেয়ার ক্ষেত্রে অনিয়ম তদন্ত করবে।
এ রায়কে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী মুনীরুজ্জামান বলেন, এ কমিটির কারণে বাংলাদেশ ব্যাংকের কাজের কোনো সমস্যা হবে না।
যদিও কমিটি গঠনের এ আদেশে আর্থিক খাতে খুব একটা শৃঙ্খলা ফিরবে না বলে মনে করেন না ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, শুধু একটি কমিটি করার কথা বলা হয়েছে। যারা অনিয়ম তদন্ত করবে।
ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন বৈধ হলেও যারা এ সুবিধা নেবেন তাদের পুনরায় ঋণ নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের কথা বলেছেন উচ্চ আদালত।