তথ্যপ্রযুক্তি
‘ফ্রি ল্যান্সারদের সার্টিফিকেট দেবে সরকার’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফ্রি ল্যান্সারদের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসে সার্টিফিকেট দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেরসকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনার: চ্যালেঞ্জ ও প্রসপেক্টস’ বিষয়ক এ সেমিনারের আয়োজন করে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ওয়েব।
সালমান এফ রহমান বলেন, ফ্রি ল্যান্সারদের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসলে তাদের উপার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে ব্যাংকের মাধ্যমে হয়রানি বন্ধ হবে বলে।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিসিক ও ইইউ প্রতিনিধিরা।
বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তাদের নিয়ে নানা উদ্যোগ নেয়া হলেও মাঠ পর্যায়ে বাস্তবতা অনেক কঠিন।
এজন্য মার্কেট চেইন তৈরির দাবি জানান অংশগ্রহণকারীরা।