খেলাধুলা

সাকিবকে আলাদা করে ট্রেনিং সুবিধা দিতে চায় বিসিবি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জুয়াড়ির কাছ থেকে অবৈধ প্রস্তাবের তথ্য গোপন করায় আগামী দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব আল হাসান। তবে আইসিসিকে সহযোগিতা করায় এক বছর পরই মাঠে ফিরতে পারবেন সাকিব। বাকি এক বছর থাকবেন স্থগিত নিষেধাজ্ঞায়।

তবে এই এক বছরে সাকিবকে একবারে ক্রিকেটের বাইরে রাখতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, সাকিবকে যতটুকু সম্ভব সুযোগ সুবিধা দেওয়া হবে। এছাড়া নিষিদ্ধ হওয়ায় সাকিব বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকবে কিনা সেটাও বোর্ডের আগামী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

আকরাম খান বলেন, ‘আগামী বোর্ড সভায় সাকিবের ব্যাপারে আলোচনা করা হবে, সে কী কী সুযোগ সুবিধা পারে। আলাদা করে যদি ট্রেনিংয়ের সুবিধা দেওয়া যায় তবে সেটাও সেখানে আলোচনা করা হবে।’

সাকিবের কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘এখনই এতো তাড়াতাড়ি বলাটা কঠিন। পরবর্তী সভায় এটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বোর্ড সভা কবে হবে তা বলা যাচ্ছে না।’

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close