বিশ্বজুড়ে
টেক্সাসে শিক্ষার্থীদের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলা; নিহত ২
ঢাকা অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১৪ জন। রবিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকালে, গ্রিনভিল শহরের টেক্সাস ‘এ অ্যান্ড এম কমার্স’ কলেজের শিক্ষার্থীদের অনুষ্ঠানে এই হামলা চালানো হয়।
ভবনটির পেছন থেকে গোলাগুলির আওয়াজ পাওয়ার কথা জানান নিরাপত্তারক্ষীরা। হামলার সময় সাড়ে সাতশ’ মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান গ্রিনভিলের হান্ট কাউন্টির শেরিফ। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।